আখাউড়া
প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহজালাল(র:) এর ৩৬০ জন সাহাবীর অন্যতম হযরত শাহ সৈয়দ গেছুদারাজ (র:) প্রকাশ্যে শাহপীর কল্লা শহীদ(র:) এবং ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের স্মৃতিবিজরিত
তৎকালীন বৃটিশ আমল হতে আখাউড়ার ৫টি ইউনিয়ন নিয়ে কসবা থানার  অন্তর্গত ছিল এবং একটি পুলিশ ফাঁড়ির মাধ্যমে  প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হত। স্বাধীনতাত্তোরকালে ২০.০৬.১৯৭৬ খ্রিঃ তারিখে ১. মনিয়ন্দ, (উ:) ও ৫. আখাউড়া(দ:) ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়।
উপজেলার ছবি
২. ধরখার ৩. মোগড়া, ৪. আখাউড়া 
ছবি
উপজেলার অবস্থান: গুগল ম্যাপ
উত্তরে: বিজয়নগর
দক্ষিণে: কসবা
পূর্বে: ভারতের ত্রিপুরা 
পশ্চিমে: ব্রাহ্মণবাড়িয়া সদর
  উপজেলা একনজরে (২০১১ সালের আদমশুমারী ও জরীপ অনুসারে)
ব্রাহ্মণবাড়িয়া হতে দুরত্ব: ২২ কি.মি.   শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য:
উপজেলার কার্যক্রম শুরু: ১৯৮৩ সালে প্রাথমিক বিদ্যালয় সরকারী:   টি
মোট জনসংখ্যা: ১,৩০,৩১৯ জন জাতীয়করণকৃত:   টি
পুরুষ:   জন মাধ্যমিক বিদ্যালয় সরকারি:   টি
মহিলা:   জন বেসরকারি:   টি
গ্রাম: ১৩০ টি কলেজ সরকারি:   টি
ইউনিয়ন: টি বেসরকারি:   টি
পৌরসভা: টি দাখিল মাদ্রাসা:   টি
জরুরী ফোন নম্বর:
উপজেলা নির্বাহী অফিসার অফিসার ইনচার্জ (থানা) ফায়ার সার্ভিস হাসপাতাল
       
  উপজেলার বুক জুড়ে একে বেঁকে বয়ে গেছে
দর্শনীয় স্থানসমূহ:
১। আখাউড়া ত্রিপুরা সীমান্ত চেকপোস্ট।
ছবি
২। মোস্তফা কামালের সমাধি


ছবি
৩। খড়মপুর মাজার শরীফ


ছবি
৪। গঙ্গাসাগর দীঘি


ছবি
যোগাযোগ:  
রেলষ্টেশন: টি বাসস্ট্যান্ড: টি লঞ্চ/নৌকাঘাট: টি
আবাসন:  
ইউনিয়নভিত্তিক গ্রামসমূহ:
আখাউড়া উত্তর  
আখাউড়া দ্ষিণ  
মোগড়া  
মনিয়ন্দ  
ধরখার  

Md. Shakhawat Hossain Khan
Mobile: 01740541388