Header Ads Widget

header ads

কাহালু (Kahalu)

কাহালু 


 হতে প্রায় 

 কিলোমিটার দূরে অবস্থিত 

 উপজেলা।

উত্তরে 

দক্ষিণে 

পূর্বে 

এবং পশ্চিমে 

 পরিবেষ্টিত  

 উপজেলার কার্যক্রম শুরু হয় 

  সালে।





এই উপজেলার আয়তন প্রায় 

 বর্গকিলোমিটার। 

২০১১ সালের আদমশুমারী অনুযায় এই উপজেলার মোট জনসংখ্যা: 

 জন (প্রায়) যার মধ্যে 

  জন পুরুষ এবং 

  জন মহিলা

উপজেলা প্রশাসনের অধীনে 

 টি গ্রাম এবং 

 টি ইউনিয়ন বিদ্যমান।

ইউনিয়ন সমূহ হলো: 

১. 

২. 

৩. 

৪. 

৫. 

৬.

৭.

উপজেলার বুক জুড়ে এঁকেবেঁকে বয়ে গেছে 

 নদী সমূহ।

উল্লেখযোগ্য স্থাপনা এবং বিখ্যাত স্থানসমূহ হলো:

১. 

২. 

৩. 

৪. 

৫. 

৬. 

ইত্যাদি।


উপজেলার পটভূমি

জানা যায় তৎকালীন দরবেশ গাজী জিয়া উদ্দীন সাহেবের কনিষ্ঠ ভ্রাতা হযরত শাহ সুফী সৈয়দ কালু নামের এক দরবেশ এসে বর্তমান কাহালু থানার পার্শ্বে আস্তানা স্থাপন করেন। এখান থেকে তিনি ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন এবং এখানেই তিনি মৃত্যুবরন করেন। কাহালু থানার অভ্যন্তরে এই দরবেশের মাজার রয়েছে যা কালু বাবার মাজার নামে পরিচিত । এ সাধু পীরের নামানুসারে উপজেলার নামকরন হয়েছে ‘‘কাহালু’’ বলে জনশ্রুতিতে প্রকাশ।

কাহালু ১৯২৮ সালে প্রশাসনিক থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮৩ সালে উপজেলায় উন্নীত হয়।

Post a Comment

0 Comments