ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হতে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বিজয়নগর উপজেলা।
কালাছড়া |
ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি নবসৃষ্ট উপজেলা এবং সুপ্রাচীন জনপদ। হাওর, সমতল এবং ছোট পাহাড় এ তিন ধরনের ভূমিরুপের অপরুপ সমন্বয় রয়েছে বিজয়নগর উপজেলায়। অধুনা বিলুপ্ত কালাছড়া হরিহর, মোস্তফা টি এস্টেট এবং মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম রণক্ষেত্র বিজয়নগর।
উত্তরে নাসিরনগর ও মাধবপুর, দক্ষিণে আখাউড়া পূর্বে মাধবপুর, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিবেষ্টিত বিজয়নগর উপজেলার কার্যক্রম শুরু হয় ২০১০ সালে।
এই উপজেলার আয়তন প্রায় ২২১.১৭ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারী অনুযায় এই উপজেলার মোট জনসংখ্যা: ২,৫৭,২৪৭ জন (প্রায়)। যার মাঝে পুরুষ: 1,25,595 জন এবং মহিলা: 1,31,652 জন।
বিজয়নগর উপজেলা প্রশাসনের অধীনে ২৩০ টি গ্রাম এবং ১০ টি ইউনিয়ন বিদ্যমান।
নৈসর্গিক দৃশ্য |
ইউনিয়ন সমূহ হলো:
১. বুধন্তী
২. চান্দুরা
৩. ইছাপুরা
৪. হরষপুর
নৈসর্গিক দৃশ্য |
৫. চর ইসলামপুর
৬. পত্তন
৭. চম্পকনগর
৮. বিষ্ণুপুর
৯. সিঙ্গারবিল এবং
১০. পাহাড়পুর
বিজয়নগর উপজেলার বুক জুড়ে এঁকেবেঁকে বয়ে গেছে
লোহর নদী, তিতাস নদী, কালাছড়া নদী, অলিয়াজুড়ি নদী, মধ্যগঙ্গা নদী, বালিয়াজুড়ি নদী, পারেঙ্গা নদী এবং দেউদিনা নদীসমূহ।
উল্লেখযোগ্য স্থাপনা এবং বিখ্যাত স্থানসমূহ হলো:
নৈসর্গিক দৃশ্য |
১. পর্যটন এলাকা হিসেবে ঘোষিত অধুনাবিলুপ্ত কালাছড়া চা বাগান।
২. ছোট পাহার ঘেরা ভারতীয় সীমান্তে শহীদ সমাধি।
0 Comments