Header Ads Widget

header ads

মুক্তাগাছা (Muktagacha)

 মুক্তাগাছা উপজেলার পটভূমি

মুক্তাগাছার পূর্ব নাম ছিল বিনোদবাড়ি। ময়মনসিংহ জেলা থেকে দশ মাইল পশ্চিমে এর অবস্থান।

রামরাম যখন বিনোদবাড়ি আসে তখন এটি ছিল কয়েকজন নিতান্তই  দরিদ্র লোকের বাসস্থান। নতুন মালিক শ্রীকৃষ্ণ আচার্য্য উপস্থিত হলে তাকে দেখার জন্য গ্রামের সাধারন জনগন সাধ্যমত উপঢৌকন নিয়ে  উপস্থিত হয়। এই-সব দ্রব্যের মাঝে মুক্তারাম কর্মকারের প্রদত্ত একটি গাছা (পিলসুজ) যা সর্বাপেক্ষা মূল্যবান ছিলো। আর সেই জন্য রামরাম মক্তারামের মুক্তা ও তাহার প্রদত্ত গাছা একত্র করে এই স্থানের  নামকরন করেন মুক্তাগাছা।

১৮৭৫ সালে মুক্তাগাছায় মিউনিসিপ্যালিটি স্থাপিত হয়। পূর্বের আইন অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতেন। পরে যখন চেয়ারম্যান র্নিবাচনের ব্যবস্থা হলে মহারাজা সূর্যকান্ত প্রথম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়।

প্রথম বিশ্বযুদ্দের পর হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত এর পরিধি ক্রমশ বাড়তেই থাকে। পাকিস্তান হবার পর হিন্দুরা চলে যেতে থাকলে এর বৃদ্ধি বাঁধা প্রাপ্ত হয়। তার পর থেকে এটি পুনরায় মুসলমান অধ্যুষিত এলাকা গড়ে উঠে।

 

 ভৌগলিক পরিচিতি

পরিচয়ঃ

মুক্তাগাছা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা। মুক্তাগাছা মযমনসিংহ জেলার পশ্চিমে অবস্থিত।  মুক্তাগাছা মণ্ডার জন্য সুপ্রসিদ্ধ। মুক্তাগাছার এই মন্ডা শুধু বাংলাদেশ নয় পৃথিবী খ্যাত। জমিদাররা ঊনবিংশ শতাব্দীতে ময়মনসিংহ শহরের উন্নয়নের জন্য বিশেষ অবদান রেখেছেন।তারা নানান সময় নানান প্রাসাদ তৈরী করেন যা আজও টিকে রয়েছে।

 অবস্থান, আয়তন ও লোকসংখ্যাঃ 

ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছা উপজেলা সদরের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। এ উপজেলা ২৪°৩৬´ থেকে ২৪°৫২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০৪´ থেকে ৯০°২০´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্হিত । উপজেলার মোট আয়তনঃ ৩১৪.৭০ বর্গ কিলোমিটার। এই উপজেলায় ইউনিয়নের সংখ্যা ১০ টি ও পৌরসভা ১টি, মৌজার সংখ্যা ২৬১, গ্রামের সংখ্যা ২৮৩। ২০১১ সালের আদম শুমারী রিপোর্ট অনুযায়ী উপজেলার মোট জনসংখ্যাঃ ৪,৩১,১৮৪ জন। জনসংখ্যার ঘনত্ব: ১৩২০ জন। তন্মধ্যে  পুরুষঃ ১,৮৫,৯০৯ জন ও মহিলাঃ ১,৮০,৪৮৮ জন ।স্বাক্ষরতার হারঃ ৪৩.৫%

  সীমানা:

উত্তরে ময়মনসিংহ সদর ও জামালপুর সদর উপজেলা, দক্ষিণে ফুলবাড়ী উপজেলা, পূর্বে ময়মনসিংহ সদর ও ফুলবাড়ী উপজেলা, পশ্চিমে মধুপুর ও জামালপুর সদর উপজেলা।

Post a Comment

0 Comments