Header Ads Widget

header ads

ময়মনসিংহ সদর (Mymensingh Sadar)

 ময়মনসিংহ সদর উপজেলার ইতিহাস

 

উৎপত্তি ও নামকরণঃ ময়মনসিংহ জেলার অত্যন্তজনবহুল উপজেলা হলো ময়মনসিংহ সদর উপজেলা। ১৭৮৭ সালে ১মে থানা হিসাবে স্বীকৃতি প্রাপ্ত। উপজেলা নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। তবে কথিত আছে যে, বহুদিন পূর্বে মমিন শাহ নামে এক ধার্মিক শাসনকর্তা বর্তমানময়মনসিংহ এলাকায় শাসন করিতেন। পরবর্তী সময়ে তাহার নামানুসারে এই এলাকার নাম মোমেনশাহী এবং কালক্রমে ময়মনসিংহ নামে নামকরণ করা হয়েছে।

 

উপজেলা ঘোষণার তারিখঃ   ১৯৮৩ সন ।

 

ভৌগলিক পরিচিতি

 

১৭৮৭ সালে ১লা মে থানা হিসাবে স্বীকৃতি পায় ময়মনসিংহ সদর। এর আগে খাগডহর ইউনিয়নের বেগুনবাড়ীর কোম্পানির কুঠিসহ বিভিন্ন জায়গায় কাচারী বসত। কুঠি ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হলে শহরের উত্তর অংশে খাগডহরে কাচারী স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কারণে সেই উদ্যোগও ভেস্তে যায়। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের দক্ষিণে কাওনা নদীর তীরে ‘দগদগা’ নামক প্রাচীন বাণিজ্যকেন্দ্রে জেলা শহর স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়। ঐ অঞ্চলের জমিদাররা এই সিন্ধান্তের বিরোধিতা করে। কর্তৃপক্ষ তাই ১৭৯১ সালের সেপ্টেম্বর মাসে সেহড়া মৌজায় নাসিরাবাদ নাম দিয়ে জেলা শহরের পত্তন করে। শহর স্থাপিত হওয়ার পর ৮ই এপ্রিল ১৮৬৯ খ্রিস্টাব্দে পৌরসভা গঠিত হয় নাসিরবাদ মিউনিসিপ্যালিটি নামে।বঙ্গদেশে এটি প্রথম এবং উপমহাদেশে এটি ছিল দ্বিতীয় পৌরসভা। মি. আরপর্চা ছিলেন পৌরসভার প্রথম অফিসিয়াল চেয়ারম্যান। প্রথম নন অফিশিয়াল চেয়ারম্যান ছিলেন চন্দ্রকান্ত ঘোষ।কালেক্টরেট ভবন ছিল ময়মনসিংহ শহরের কেন্দ্রবিন্দু। ১৭৮৭ খ্রিস্টাব্দে সরকারী ডাক ব্যবস্থার প্রচলন করা হয়। প্রথম সরকারি চিকিৎসা কেন্দ্র চালু করা হয় ১৭৯১ খ্রিস্টাব্দে। ময়মনসিংহ শহর থেকে প্রথম মুদ্রিত পুস্তক প্রকাশিত হয় ১৮১৫ খ্রিস্টাব্দে। ১৮৪৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রথম ইংরেজি স্কুল। ময়মনসিংহ জিলা স্কুল প্রতিষ্ঠা করা হয় ১৮৫৩ খ্রিস্টাব্দে। জেলার প্রথম আদম শুমারী পরিচালিত হয় ১৮৮৩ খ্রিস্টাব্দে। টেলিগ্রাফ অফিস স্থাপন ১৮৮৬ খ্রিস্টাব্দে॥ ঢাকা-ময়মনসিংহ রেলপথ চালু ১৮৮৯ খ্রিস্টাব্দে, এবং ময়মনসিংহ-জগন্নাথগঞ্জ রেলপথ চালু হয় ১৮৬৫ সনে।

ইতিহাস থেকে জানা যায় যে, মমিন শাহ নামে একজন ধর্মীয় শাসন কর্তা শাসন করতেন বলে তার নামানুসারে প্রথমে মোমেনশাহী এবং পরবর্তীতে ময়মনসিংহ নামকরণ হয়। বাংলাদেশে ১৯৮৩ সালে এটি উপজেলা হিসাবে ঘোষণা করা হয়।

ময়মনসিংহ সদর উপজেলার উত্তরে তারাকান্দা উপজেলা, দক্ষিণে ত্রিশাল উপজেলা, পূর্বে গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ, পশ্চিমে মুক্তাগাছা ও ফুলবাড়ীয়া উপজেলা অবস্থিত। ইহা অক্ষাংশের ২৪'৩৮  এবং ২৪'৫৪ উত্তরে এবং দ্রাঘিমাংশের ৯০'১১ এবং ৯০'৩১ পূর্বে অবস্থিত।

 

Post a Comment

0 Comments