নাসিরনগর 

হতে প্রায় 

 কিলোমিটার দূরে অবস্থিত 

 উপজেলা।

উত্তরে 

দক্ষিণে 

পূর্বে 

এবং পশ্চিমে 

 পরিবেষ্টিত  

নাসিরনগর উপজেলার কার্যক্রম শুরু হয় 1983 সালে।





এই উপজেলার আয়তন প্রায় 

 বর্গকিলোমিটার। 

২০১১ সালের আদমশুমারী অনুযায় এই উপজেলার মোট জনসংখ্যা: 

 জন (প্রায়) যার মধ্যে 

  জন পুরুষ এবং 

  জন মহিলা

উপজেলা প্রশাসনের অধীনে 

 টি গ্রাম এবং13 টি ইউনিয়ন বিদ্যমান।

ইউনিয়ন সমূহ হলো: 

১. চাতলপাড়

২. ভলাকুট

৩. গোয়ালনগর

৪. নাসিরনগর সদর

৫. কুন্ডা

৬.গোকর্ণ

৭. গুণিয়াউক

৮.বুড়িশ্বর

৯. ফান্দাউক

১০. পূর্বভাগ

১১. হরিপুর

১২. চাপরতলা এবং

১৩. ধরমন্ডল।

উপজেলার বুক জুড়ে এঁকেবেঁকে বয়ে গেছে মেঘনা, লঙ্গন, বলভদ্র, বেমালিয়া, তিতাস, করতি, খাস্টি ইত্যাদি নদী সমূহ।


উল্লেখযোগ্য স্থাপনা এবং বিখ্যাত স্থানসমূহ হলো:

১. গুনিয়াউক বাগান বাড়ি

২. নবাব স্যার সৈয়দ সামছুল হুদার বাসভবন

৩. হযরত ডেংগু শাহ (র) এর মাজার শরীফ

৪. হরিপুর জমিদার বাড়ি ইত্যাদি।

উপজেলার পটভূমি

১৭৬৫ সালে দেওয়ানী লাভের সময় নাসিরনগর বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হস্তগত হয়। ১৮৩০ সালে সরাইল,দাউদপুর,হরিপুর,বেজুরা ও সতরকন্ডল পরগনা ময়মনসিংহ হতে ত্রিপুরা জেলার কাছে হস্তান্তরিত হয়। নাসিরনগর উপজেলাটি  বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত (যার পূর্বনাম নাসিরনগর মহকুমা ছিল)। ১৮৬০ সালে তৎকালীন ত্রিপুরা জেলার (১৭৯০ সালে ত্রিপুরা জেলা গঠিত হয়, ১৯৬০ সালে ১ অক্টোবর কুমিল্লা নাম  রাখা হয়) অধীনে নাসিরনগর মহকুমা সৃষ্টি  হয়।  ১৮৭৫ সালে নাসিরনগর মহকুমাকে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা নামকরণ করা হয়। ১৭৯২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি  জেলাকে থানায় বিভক্ত করার নির্দেশ দেন। সিদ্ধান্ত হয় যে প্রতি ৪০০ বর্গমাইল পরিমিত এলাকা নিয়ে থানা গঠন করা হবে। ১৮৮৫ সালে ত্রিপুরা জেলাকে (বর্তমান নাম কুমিল্লা) এগারটি থানায় ভাগ করা হয়। তখন এ জেলাতে ১৫টি পুলিশ ফাঁড়িও ছিল। ১৮৭৫ সালে নাসিরনগর মহকুমার নাম পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া রাখা হয় এবং পুলিশ ফাঁড়ির সংখ্যা কমিয়ে দুটি করা হয়। পুলিশ ফাঁড়ি দুটি হলো- নাসিরনগর এবং মরিচাকান্দি। ফৌজদারি কার্যক্রমের সুবিধার জন্য ১৯১০ সালে নাসিরনগর পুলিশ ফাঁড়িকে থানা হিসাবে ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে ১ আগষ্ট নাসিরনগর থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়।

কুন্ডা ব্রিজ