ব্রাহ্মণবাড়িয়া সদর
হতে প্রায়
কিলোমিটার দূরে অবস্থিত
উপজেলা।
উত্তরে
,দক্ষিণে
,পূর্বে
এবং পশ্চিমে
পরিবেষ্টিত
উপজেলার কার্যক্রম শুরু হয়
সালে।
এই উপজেলার আয়তন প্রায়
বর্গকিলোমিটার।
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই উপজেলার মোট জনসংখ্যা:
জন (প্রায়) যার মধ্যে
জন পুরুষ এবং
জন মহিলা
উপজেলা প্রশাসনের অধীনে
টি গ্রাম এবং
টি ইউনিয়ন বিদ্যমান।
ইউনিয়ন সমূহ হলো:
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
উপজেলার বুক জুড়ে এঁকেবেঁকে বয়ে গেছে
নদী সমূহ।
উল্লেখযোগ্য স্থাপনা এবং বিখ্যাত স্থানসমূহ হলো:
১.
২.
৩.
৪.
৫.
৬.
ইত্যাদি।
ঢাকা হতে প্রায় 107 কিলোমিটার দূরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
কুরুলিয়া খাল, কাউতলি |
উত্তরে- সরাইল ও নাসিরনগর উপজেলা, দক্ষিণে -আখাউড়া, কসবা ও নবীনগর উপজেলা, পূর্বে - বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং পশ্চিমে - আশুগঞ্জ ও নবীনগর উপজেলা পরিবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কার্যক্রম শুরু হয়1984 সালে।
ব্রাহ্মণবাড়িয়া নামকরণের ভিন্ন ভিন্ন মত রয়েছে তবে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্থপতি বলে কাজী মাহমুদ শাহ(রাঃ) এর নাম সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। প্রাচীন কাল থেকে এখানে মুসলিম,হিন্দু, বৌদ্ধ মিলিতভাবে বাস করছে । অসাম্প্রদায়িকতার এক মহান নিদর্শন বহন করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা । ঐতিহ্যে, সাহিত্য ও সংস্কৃতির কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাটি বাংলার সাংস্কৃতিক রাজধানী হিসেবে সুপরিচিত ।
রসুলপুর |
এই উপজেলার আয়তন প্রায় 237.34 বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই উপজেলার মোট জনসংখ্যা: 5,21,994 জন (প্রায়) যার মধ্যে
2,58,503 জন পুরুষ এবং 2,63,491 জন মহিলা। উপজেলা প্রশাসনের অধীনে 146 টি গ্রাম এবং 11 টি ইউনিয়ন বিদ্যমান।
ইউনিয়ন সমূহ হলো:
১. বাসুদেব
২. মাছিহাতা
৩. সুলতানপুর
৪. রামরাইল
৫. সাদেকপুর
৬.নাটাই উত্তর
৭.নাটাই দক্ষিণ
৮. সুহিলপুর
৯. মজলিশপুর
১০. বুধল এবং
১১. তালশহর (পূর্ব)
কুরুলীয়া |
উপজেলার বুক জুড়ে এঁকেবেঁকে বয়ে গেছে তিতাস নদী এবং অনেকগুলো খাল।
উল্লেখযোগ্য স্থাপনা এবং বিখ্যাত স্থানসমূহ হলো:
১. কাজী মাহমুদ শাহ (র) এর মাজার শরীফ
২. কাল ভৈরব মূর্তি
৩. ফারুকী পার্কের স্মৃতিস্তম্ভ
৪. সৌধ হিরন্ময় ইত্যাদি
রেলস্টেশন |
ক্যাফে বাগান বাড়ি |
0 Comments