সরাইল
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হতে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত সরাইল উপজেলা।
আরিফাইল মসজিদ |
উত্তরে-নাসিরনগর উপজেলা ও মেঘনা নদী, পশ্চিমে-আশুগঞ্জ উপজেলা ও মেঘনা নদী, পূর্বে-নাসিরনগর ও বিজয়নগর উপজেলা এবং দক্ষিণে- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিবেষ্টিত সরাইল উপজেলার কার্যক্রম শুরু হয় 1982 সালে।
ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির উল্লেখযোগ্য মেলবন্ধন এই সরাইল। আবহমান কাল ধরে এর কৃষ্টি কালচার, শিক্ষা ও সংস্কৃতি উপমহাদেশে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। সরাই+ঈল=সরাইল অর্থাৎ বিদ্রোহী বন্ধুর বাসস্থান। দিল্লীর সুলতান কর্তৃক সরাই+ঈল=সরাইল নামে আখ্যায়িত হয়েছিল।
আরিফাইল মাজার |
আরিফাইলের গায়েবী মসজিদ, আরফান নেছার মসজিদ এবং মোঘল মুঘল আমলে নির্মি ত হাতির পুল ইত্যাদি সরাইলের ঐতিহ্যবাহী স্থান। প্রসিদ্ধ আচিল বা হাঁসলি মোরগ এবং গ্রে-হাউন্ড কুকুর সরাইলের ঐতিহ্যবাহী প্রাণী ।
এই উপজেলার আয়তন প্রায় 215.25 বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই উপজেলার মোট জনসংখ্যা: 2,71,101 জন (প্রায়)
উপজেলা প্রশাসনের অধীনে দুই শতাধিক গ্রাম এবং 09 টি ইউনিয়ন বিদ্যমান।
আরিফাইল মসজিদ ফটক |
ইউনিয়ন সমূহ হলো:
১. অরুয়াইল
২. পাকশিমুল
৩. চুন্টা
৪. কালীকচ্ছ
৫. পানিশ্বর
৬.নোয়াগাও
৭. পানিশ্বর
৮. শাহবাজপুর
৯. শাহজাদাপুর এবং
১০. সরাইল সদর উপজেলা
উপজেলার বুক জুড়ে এঁকেবেঁকে বয়ে গেছে
নদী সমূহ।
ধরন্তি ব্রিজ |
উল্লেখযোগ্য স্থাপনা এবং বিখ্যাত স্থানসমূহ হলো:
১. বারিউড়া নামক স্থানে ১৬৫০খ্রি. নির্মিত হাতির পুল
২. ক্ষুদিরামের বাড়ি
৩. ধরন্তি হাওড়
৪. আরিফাইল গায়েবী মসজিদ ও মাজার শরীফ ইত্যাদি।
দক্ষিণ আরিফাইল মসজিদ ও জোড়া কবর,সরাইল, বিপ্লবী নেতা উল্লাস দত্তের বাড়ি ,কালিকচ্ছ, কালিকচ্ছ মোঘল আমলের মসজিদ,হাটখোলা মসজিদ বা আফান নেছার মসজিদ, হিন্দু সম্প্রদায়ের তীর্থ স্থান অরুয়াইলের মোহনলাল জিউর আখড়া,চুন্টা অবিনাশ সেনের পরিত্যক্ত প্রসাদ,ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বারিউড়ায় অবস্থিত ঐতিহাসিক হাতির পুল ,শাহবাজপুরে কয়েকশত বৎসরের পুরনো জোড়া মঠ এবং শাহবাজপুর গ্রামে অবস্থিত দেওয়ান শাহবাজ এর ঐতিহাসিক কুপ(কুয়া),ধর্মতীর্থ গ্রামের উত্তরে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য(ধরমতীঘাট) বর্ষাকালে অসংখ্য পর্যটক এ দৃশ্য দেখতে আসে, বাসুদেব মুর্তি , আনন্দময়ী কালি মুর্তি,সরাইল,চুন্টার জমিদার অবিনাশ সেনের পরিত্যক্ত প্রাসাদ। তাছাড়া সরাইলের বিখ্যাত গ্রে-হাউন্ড কুকুর ও সরাইলের হাঁচলি মোরগ বেশ প্রসিদ্ধ।
0 Comments