মহাদেবপুর
হতে প্রায়
কিলোমিটার দূরে অবস্থিত
উপজেলা।
উত্তরে
দক্ষিণে
পূর্বে
এবং পশ্চিমে
পরিবেষ্টিত
উপজেলার কার্যক্রম শুরু হয়
সালে।
এই উপজেলার আয়তন প্রায়
বর্গকিলোমিটার।
২০১১ সালের আদমশুমারী অনুযায় এই উপজেলার মোট জনসংখ্যা:
জন (প্রায়) যার মধ্যে
জন পুরুষ এবং
জন মহিলা
উপজেলা প্রশাসনের অধীনে
টি গ্রাম এবং
টি ইউনিয়ন বিদ্যমান।
ইউনিয়ন সমূহ হলো:
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
উপজেলার বুক জুড়ে এঁকেবেঁকে বয়ে গেছে
নদী সমূহ।
উল্লেখযোগ্য স্থাপনা এবং বিখ্যাত স্থানসমূহ হলো:
১.
২.
৩.
৪.
৫.
৬.
ইত্যাদি।
উপজেলার পটভূমি
এক সময় রাজশাহী জেলার অন্যতম মহাকুমা হিসেবে নওগাঁ বিশেষ উল্লেখযোগ্য ছিল। এ নওগাঁ মহকুমারী অংশ হিসেবে ১৮৯৭ খ্রিঃ পর্যন্ত মহাদেবপুর থানা দিনাজপুর জেলার অন্তর্গত ছিল। ১৮৮২ খ্রিঃ নওগাঁ মহকুমার জন্ম হওয়ার প্রায় ১৬ বছর পর ১৮৯৮ খ্রিঃ মহাদেবপুর দিনাজপুর জেলা থেকে পৃথক হয়ে নওগাঁ মহাকুমার অন্তভুর্ক্ত হয়। তখন হতে মহাদেবপুর নওগাঁ মহকুমার উল্লেয্যোগ্য হিসেবে স্বীকৃত লাভ করেছে। ১৯৮৪ সালে মান উন্নীত থানা হিসেবে এবং পরবর্তীতে উপজেলার মর্যাদা লাভ করে।
ভৌগলিক পরিচিতি
মহাদেবপুর উপজেলা বহুমুখী বৈশিষ্ট্য আর বৈচিত্র্যে ভরপুর একটি উন্নত জনপদ । ১৮৮২ খ্রিষ্টাব্দে নওগাঁ মহকুমা সৃষ্টি হওয়ার পর ১৮৯৮ খ্রিষ্টাব্দে মহাদেবপুর কে নওগাঁ মহকুমার অন্তর্ভুক্ত করা হয়। এর পূর্ব পর্যমত মহাদেবপুর দিনাজপুর জেলার অমর্তগত ছিল। ১৫ই ডিসেম্বর ১৯৮২খ্রিষ্টাব্দে মহাদেবপুরকে মানোন্নীত থানায় উন্নীত করা হয় এবং ১৯৮৪ খৃষ্টাব্দে নওগাঁ মহকুমা জেলায় রতপামতরিত হলে “মহাদেবপুর'' নওগাঁ জেলার অন্যতম উপজেলায় রতপামতরিত হয়।Mr. L.S. S.O Mallery, ICS, ১৯১৬খ্রিষ্টাব্দে তাঁর লিখিত Bengal District Gazeteer গ্রমেহর ১১৬ পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে, Mohadevpur, A Village in the Naogaon subdivision Situated by the side of the Atri river, 16 Miles north-west of Naogaon. কালের প্রবাহে ম্যালেরীর সেই গ্রাম রতপামতরিত হয়েছে থানা সার্কেলে পরবর্তীতে মানোন্নীত থানা ও বর্তমানে উপজেলায় উন্নীত । আজ একবিংশ শতাব্দীতেত এসে মহাদেবপুর একটি শহরের অবয়ব লাভ করেছে । ব্যবসা-বাণিজ্য, শিল্প-সাহিত্য আর জীবনযাত্রায় মহাদেবপুর নওগাঁ জেলার অগ্রসরমান একটি উপজেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। সামান্য একটি গ্রাম থেকে যার উৎপত্তি তা আজ এক উন্নত জনপদ । মূলতঃ পশ্চিম বঙ্গের বীরভূম, বর্ধমান ও রাঢ় অঞ্চল হতে আগত ব্যত্তিুবর্গের সমাবেশের মধ্য দিয়ে মহাদেবপুর আজ এক জনবহুল এলাকায় পরিণত হয়েছে ।
মহাদেবপুর উপজেলা ২৪.৪৮র্ ও ২৫.০১র্ উত্তর অক্ষ্যাংশের মধ্যে এবং ৮৮.৩৮র্ ও ৮৮.৫৩র্ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবসিহত। নওগাঁ জেলা সদর হতে ২৪ কিঃমিঃ দূরে নওগাঁ জেলার কেন্দ্রসহলে মহাদেবপুর উপজেলা । মহাদেবপুর, এনায়েতপুর, রাইগাঁ, হাতুড়, চাঁন্দাশ, খাজুর, উত্তরগ্রাম, ভীমপুর, চেরাগপুর ও সফাপুর এই ১০টি ইউনিয়নের ৩৯৭.৬৭ বর্গ কিঃ মিঃ এলাকা নিয়ে গঠিত।এর উত্তরে পতণীতলা,দক্ষিণে মান্দা, দক্ষিণ পূর্বে নওগাঁ সদর, পূর্বে বদলগাছী, পশ্চিমে নিয়ামতপুর ও পোরশা উপজেলা অবসিহত।
ঢাকা হতে মহাদেবপুর উপজেলার দূরত্ব সড়ক পথে ৩৩৫ কিঃ মিঃ। মহাদেবপুর উপজেলা সদর হতে রাজশাহী বিভাগীয় শহরের দূরত্ব সড়ক পথে ৮০ কিঃমিঃ। পার্শ্ববর্তী উপজেলা সদর ও জেলা সদরসমূহের সাথে উন্নত সড়ক যোগাযোগ ব্যবসহা বিদ্যমান।
মহাদেবপুর নামকরণ কিভাবে হয়েছিল তা বলা কঠিন। অনুমান করা যায় যে, ১৭৫৭ সালে পলাশীতে নবাব সিরাজ-উদ-দ্দৌলার পরাজয়ের পর এ উপমহাদেশে মুসলমানদের রাষ্টী্রয়, সামাজিক ও ধর্মীয় অবসহান এবং প্রভাব কমতে থাকে । যার ঢেউ এখানেও এসে পড়ে । অপর দিকে ইংরেজদের কোপানলে পতিত মুসলমানদের রাজত্ব শেষে ইংরেজদের সাবেক সেণহভাজন ও নব্য গজিয়ে উঠা ধর্মীয় প্রভাবশালী হিন্দু সম্প্রদায় তাদের অবসহান দৃঢ় করে নেয় এবং সমাজের সকল সতরে প্রভাব প্রতিপত্তি ঘটাতে থাকে। ক্ষমতা ও সমাজ পরিবর্তনের এ ত্রুামিতলগ্ণে সর্বক্ষেত্রে হিন্দু প্রভাবের প্রেক্ষাপটে দেব-দেবীর নামানুসারে বিভিন্ন গ্রাম বা সহানের নামকরণ হতে থাকে । এখানে এভাবে লক্ষ্মীপুর, ভীমপুর, রামচন্দ্রপুর, সরস্বতীপুর, দেবীপুর ইত্যাদি গ্রামগুলোর উৎপত্তি হয়। আর এভাবে দেবতা শিব মহাদেবের নাম অনুসারে মহাদেবপুর নামকরণ হয়েছে বলে অনুমিত হয় । এর পূর্বে এ জনপদের ( গ্রামের) কি নাম ছিল তা জানা যায়নি। এ জনপদ প্রাচীন কালে পুন্ড্রবর্ধনঅঞ্চলভুক্ত ছিল। অন্যদিকে এটা আবার বরেন্দ্র এর অবিচ্ছেদ্য অংশও বটে ।
ইতিহাস থেকে জানা যায় নওগাঁ অঞ্চলের অধিবাসীরা মূলত পুন্ড্রজাতির বংশধারায় বাংলাদেশে সর্ব প্রথম নগর সভ্যতার গোড়াপত্তন করেভছলেন এবং বরেন্দ্রভুমি পূর্বকালে পুন্ড্রনগর নামে পরিচিত ছিল।মহাদেবপুরে বর্তমানে বসবাসকারীদের অধিকাংশই পশ্চিম বঙ্গের বীরভুম,বর্ধমান ও রাঢ় অঞ্চল থেকে আগত বলে জানা যায়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বিহার, পশ্চিম বঙ্গের মালদহ,মুর্শিদাবাদ ও বালুরঘাট থেকে প্রচুর লোকজন এ এলাকায় আগমন করতে থাকে। আগত এ সব লোকজন সহানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে একাত্ম হয়ে মিশে গেছে। এছাড়াও মহাদেবপুর উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক উপজাতি বসবাস করে।
মহাদেবপুর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবসিহত একটি সমৃদ্ধ জনপদ। মহান স্বাধীনতা যুদ্ধে মহাদেবপুর উপজেলার মুত্তিু সংগ্রামী জনগণের বিরাট ভূমিকা রয়েছে। পাক হানাদার বাহিনীর বর্বরোচিত আক্রমণে ও সম্মুখ যুদ্ধে এ এলাকার অনেক নিরীহ মানুষ বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। এই উপজেলার খাজুর, নাটশাল, শিবগঞ্জ, বর্তমান জেলা পরিষদ ডাক বাংলোর নিকট আত্রাই নদীর পূর্বপাড়সহ আরো অনেক সহানে পাক হানাদার বাহিনীর সঙেগ বীর মুক্তিযোদ্ধাদের ব্যাপক যুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের নয় মাস উপজেলার ছাত্রযুবক কৃষক শ্রমিক জনতা-বীরত্বেরসাথে যুদ্ধ করে বিজয় নিশ্চিত করেছেন।
উপজেলার ঐতিহাসিক নির্দশনের মধ্যে প্রাচীন রাজবাড়ী-বর্তমান জাহাঙ্গীরপুর সরকারী কলেজ সংলগ্ণ পরিত্যত্তু ভবন আদ্যাবাড়ী মন্দির(খাজুর ইউপি), আলতা দীঘি জলমহাল(চেরাগপুর), শিবগঞ্জ কাচারীবাড়ী(উত্তরগ্রাম সফাপুর ইউনিয়ন ভূমি অফিস), চেরাগপুর ইউনিয়নের আলীপুর গ্রামের একশত আট কক্ষ বিশিষ্ট মাটির দ্বিতল বাড়ী, মহাদেবপুর অটো রাইস মিল, আত্রাই নদী, জেলা পরিষদ অডিটোরিয়াম, কেন্দ্রীয় জামে মসজিদ মহাদেবপুরের সমৃদ্ধ ইতিহাসের অংশ।
মহাদেবপুর উপজেলার বরেন্দ্র অঞ্চল পলল ও নিমণ অঞ্চল বেসিন। প্রকৃতি অঞ্চলে অমতর্গত সমতল ভূমি দ্বারা গঠিত। উপজেলার এক পাশ দিয়ে প্রবাহিত অাত্রাই নদী। কিছু খাড়ি ও বিল রয়েছে যা বর্ষার সময় বৃষ্টির পানি প্রবাহিত হয়। এক সময় এ অঞ্চলে অনেক জমিদারের বসবাস ছিল। তয়বদের চিহু এখনো একেবারে বিলুপ্ত হয়ে যায় নি। এলাকায় প্রচুর সংখ্যক গাছপালা রয়েছে। উপজেলায় মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা বেশী। উপজেলায় অনেক হিন্দু ধর্মাবলম্বীও রয়েছেন। উপজেলার ছয়টি ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা বাস করে। বৃহদাকারের বন্যার সময় উপজেলার নিমণ অঞ্চল বন্যা কবলিত হয়।
0 Comments